Ajker Patrika

চট্টগ্রামে আ.লীগ নেতার দখলে থাকা জমিয়াতুল ফালাহর কক্ষটি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১৬
চট্টগ্রামে আ.লীগ নেতার দখলে থাকা জমিয়াতুল ফালাহর কক্ষটি উদ্ধার

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের কক্ষটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার মসজিদের কক্ষটি ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দিয়েছেন নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জমিউল হিকমা।

জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সের প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের নিচতলার একটি কক্ষ দখল করে নগর আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম ‘জমিয়াতুল ফালাহ মুসল্লি কল্যাণ সংস্থা’ নাম দিয়ে ব্যবহার করে আসছেন। সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ৩৮ হাজার বর্গফুট জায়গা স্থানীয় কৃষক লীগ নেতা শফিকুল ইসলামের মালিকানাধীন অরণ্যক নার্সারি নিয়ন্ত্রণে রয়েছে। জায়গা বাবদ তাঁর কাছে প্রায় ১০ লাখ টাকার বেশি বকেয়া পাওনা রয়েছে।

অরণ্যক নার্সারি ও মুসল্লি কল্যাণ সংস্থার নামে দখলে রাখা কক্ষ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে গত তিন মাসে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর তিন দফা চিঠি দেওয়া হয়। এর আগে গত বছরের ২২ মার্চ চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায়ও উচ্ছেদের সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জমিউল হিকমা আজকের পত্রিকাকে বলেন, “জমিয়াতুল ফালাহ মসজিদের কক্ষটি ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ এই বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে চাননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত