Ajker Patrika

অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে কারাদণ্ড

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের ৫টি মাটিবাহী ট্রাক ও ১টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন। গ্রেপ্তারকৃতরা হলেন-স্থানীয় মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)। 

আটককৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
 
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল-জরিমানাসহ মাটি কাটার ভেকু ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত