Ajker Patrika

টিকা নিবন্ধনে টাকা নেওয়ার অভিযোগ, ৩ স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) 
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২৩: ০৮
টিকা নিবন্ধনে টাকা নেওয়ার অভিযোগ, ৩ স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা টিকার নিবন্ধনে টাকা নেওয়া এবং অর্থগ্রহণে সহযোগিতার অভিযোগে তিন স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার করা হয়েছে।। তাঁরা হলেন–চরপাতা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ, পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ ও গাজিনগর কমিউনিটি সেন্টারের সিএইচসিপি নুরজাহান বেগম। অভিযোগ তদন্তে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি কমিটিও গঠন করা হয়েছে। 

একটি কমিটিতে ফেনীর দাগনভূঁইয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ও ফেনী ২৫০ শয্যা হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান রয়েছেন। এটি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে করা হয়েছে। 

কমিটির প্রধান ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম আজকের পত্রিকাকে বলেন, টিকাদান কর্মসূচি চলমান থাকায় আগামী সোমবার নাগাদ আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করতে পারবে বলে আশা করছি। কারো ব্যক্তিগত অন্যায়ের কারণে পুরো বিভাগের সুনাম ক্ষুণ্ন হোক এটা আমরা চাই না। 

তিন সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়েছে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে। কমিটির সদস্যরা হলেন–উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বাহারুল আলম, চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মাহমুদ হাসান ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক শহিদুল হক। 

তদন্ত কমিটির প্রধান আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার বাহারুল আলম বলেন, অভিযুক্ত তিন জনকে স্ব–স্ব দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি অফিসিয়াল কাজে ঢাকায় রয়েছি। আগামী সোমবার ফিরে তদন্ত প্রক্রিয়া শুরু করবো। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন এ ব্যাপারে বলেন, কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। 

উল্লেখ্য, কমিউনিটি সেন্টার ও রমজান আলী পাটওয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে টিকা নিবন্ধনের জন্য জনপ্রতি ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে গত ৭ আগস্ট আজকের পত্রিকায় ‘টাকা নিয়ে টিকার নিবন্ধন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত