Ajker Patrika

বঙ্গোপসাগরে লবণবাহী ৫ ট্রলার ডুবি, নিখোঁজ ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮: ৪৬
বঙ্গোপসাগরে লবণবাহী ৫ ট্রলার ডুবি, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে লবণবাহী পাঁচ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ওই সব ট্রলার থেকে ২৪ মাঝিকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হলেও নেছার আলী (২৮) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ রোববার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা ছিপাতলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

গহিরা নৌ পুলিশের ইনচার্জ আবদুল খালেক পাঁচ ট্রলার থেকে ২৪ মাঝিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবদুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ। নিখোঁজ নেছার আলী বাঁশখালী উপজেলা ছনুয়া ইউনিয়নের রহমানের বাড়ির নাগু মিয়ার পুত্র। তিনি এমবি জাহাঙ্গীর নামে বাঁশখালীর একটি ট্রলারের শ্রমিক।’ 

ওই ট্রলারের মালিক কুতুবদিয়া এলাকার বাসিন্দা আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘এমভি আল্লাহর দান নামের ট্রলারটি ৬৪ টন লবণ নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সঙ্গে কুতুবদিয়ার তিনটি, মহেশখালী ও বাঁশখালীর একটি করে দুটিসহ পাঁচটি ট্রলার গহিরা উপকূলে ডুবে যায়। আমার ডুবে যাওয়া ট্রলারের মূল্য ২০ লাখ টাকা।’ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে সাগরে বাতাস ও ঢেউ বেশি ছিল। এ সময় লবণবাহী পাঁচটি ট্রলার চোখের সামনে মুহূর্তের মধ্যে ডুবে যায়। স্থানীয়রা নৌকা নিয়ে ট্রলারের মাঝিদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত