Ajker Patrika

কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

কুবি প্রতিনিধি
কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

বিতর্কের মুখে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

এর আগে গত ৪ মার্চ সন্ধ্যায় কুবির শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষের সঙ্গে উচ্চবাচ্য করেন হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিন। এ সময় তিনি হল প্রাধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘এই হল আমার, আমার কথাতেই হল চলবে। যাকে যেখানে খুশি সিট বরাদ্দ দেব। আপনাকে এই হলের দায়িত্ব কে দিয়েছে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত