Ajker Patrika

ভাতিজার ব্রাজিল সমর্থনের দায় চোকালেন চাচা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১: ৫৮
ভাতিজার ব্রাজিল সমর্থনের দায় চোকালেন চাচা

ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়েছেন আর্জেন্টিনার সাপোর্টাররা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলায় দামচাইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।

নওয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া জানান, মঙ্গলবার সকালে কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাঁর ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।

পরে মঙ্গলবার বিকেলে ব্রাজিল সাপোর্টার রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। তখন আর্জেন্টিনার সাপোর্টার জীবন মিয়া, আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪ থেকে ৫ জন নওয়াব মিয়াকে মারধর করে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত