কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তেজনা শুর হয়েছে। গতকাল রোববার রাতভর ও আজ সোমবার থেমে থেমে গোলাগুলি ও বিকট শব্দ শোনা গেছে এপার থেকেও।
এদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ২৩ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন।
সীমান্তের বাসিন্দারা জানান, গতকাল রোববার রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি স্থানে থেমে থেমে গোলাগুলি, মর্টার শেলের বিস্ফোরণ ও ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, কক্সবাজারের উখিয়ার পালংখালী, টেকনাফ সদর, হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের সীমান্তে। আজ সকালের পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে হোয়াইক্যং সীমান্তে আবার গোলাগুলি শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ওপারের কুমিরখালী সীমান্তচৌকি ঘিরে সংঘর্ষ হয়।
একই পরিস্থিতি জানিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, কয়েক দিন সীমান্ত পরিস্থিতি ভালো ছিল। এখন আবার উত্তেজনা দেখা দিচ্ছে। গতকাল রোববার রাতের পর আজ সোমবার দিনেও মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে এপারে মাঝে–মধ্যে গোলাগুলি ও বিকট শব্দ শোনা যাচ্ছে। সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশকালে তিন দফায় ৭৯ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
২৩ দিন পর খুলছে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান
গত ৫ ফেব্রুয়ারি মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলী গ্রামে। এতে একজন বাংলাদেশি নারী এবং একজন রোহিঙ্গা পুরুষ নিহত হন। ওই দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকার বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী বুধবার থেকে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তেজনা শুর হয়েছে। গতকাল রোববার রাতভর ও আজ সোমবার থেমে থেমে গোলাগুলি ও বিকট শব্দ শোনা গেছে এপার থেকেও।
এদিকে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ২৩ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন।
সীমান্তের বাসিন্দারা জানান, গতকাল রোববার রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি স্থানে থেমে থেমে গোলাগুলি, মর্টার শেলের বিস্ফোরণ ও ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, কক্সবাজারের উখিয়ার পালংখালী, টেকনাফ সদর, হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং ইউনিয়নের সীমান্তে। আজ সকালের পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুরে হোয়াইক্যং সীমান্তে আবার গোলাগুলি শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ওপারের কুমিরখালী সীমান্তচৌকি ঘিরে সংঘর্ষ হয়।
একই পরিস্থিতি জানিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, কয়েক দিন সীমান্ত পরিস্থিতি ভালো ছিল। এখন আবার উত্তেজনা দেখা দিচ্ছে। গতকাল রোববার রাতের পর আজ সোমবার দিনেও মর্টারশেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে এপারে মাঝে–মধ্যে গোলাগুলি ও বিকট শব্দ শোনা যাচ্ছে। সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশকালে তিন দফায় ৭৯ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
২৩ দিন পর খুলছে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান
গত ৫ ফেব্রুয়ারি মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলী গ্রামে। এতে একজন বাংলাদেশি নারী এবং একজন রোহিঙ্গা পুরুষ নিহত হন। ওই দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকার বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী বুধবার থেকে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৪০ মিনিট আগে