Ajker Patrika

রাঙামাটিতে শপথগ্রহণের পর গ্রেপ্তার ৪ ইউপি চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০: ৫৪
রাঙামাটিতে শপথগ্রহণের পর গ্রেপ্তার ৪ ইউপি চেয়ারম্যান

রাঙামাটিতে শপথগ্রহণের পর ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ। গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে বেলা ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন—নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

চেয়ারম্যানদের গ্রেপ্তারের পরপরই রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নানিয়াচর থেকে মামলার ফাইল আনা হয়। সন্ধ্যা ৭টায় চেয়ারম্যানদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী রাজীব চাকমা ও সুস্মিতা চাকমা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। 

গ্রেপ্তারের খবর পেয়ে চেয়ারম্যানের স্বজনেরা আদালতে আসেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নির্বাচনে তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ ছিল না। সুপম চাকমার ছেলে গৌরব চাকমা বলেন, নির্বাচনের সময় বাবা সবখানে গিয়েছিল। আর্মি, পুলিশ প্রশাসন—সবখানে গিয়েছিল। তখন কোনো অভিযোগ ছিল না। চাইলে তখন বাবাকে গ্রেপ্তার করা যেত। কারণ যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এগুলো অনেক পুরোনো মামলা। সবগুলো মিথ্যা মামলা দাবি করে বাবার মুক্তি চান গৌরব। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন শক্তিমানের দাহক্রিয়া অনুষ্ঠানে আসার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে চার সহযোগীসহ হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক। এই মামলাগুলোতে মূল জেএসএস, মূল ইউপিডিএফ নেতাদের ছাড়াও পার্বত্য চট্টগ্রামের একাধিক জনপ্রতিনিধিকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত