Ajker Patrika

মরদেহ উদ্ধারের ২৩ দিনেও কিশোরের পরিচয় মেলেনি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মরদেহ উদ্ধারের ২৩ দিনেও কিশোরের পরিচয় মেলেনি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া ১৭ বছর বয়সী অজ্ঞাত কিশোরের পরিচয় মেলেনি। থানা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গেও মরদেহের খোঁজ নিতে কেউ আসেননি। আজ মঙ্গলবার পর্যন্ত ঘটনার ২৩ দিন পার হলেও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন, ‘ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের।’

উল্লেখ্য, গত ২৮ আগস্ট উপজেলার ইছাখালী সদরের উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড লক্ষীরখীল পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে জিনস প্যান্ট ও কালো শার্ট ছিল। মরদেহে কোনো ক্ষত চিহ্ন ছিল না। তবে মরদেহের গলা রশি দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই কিশোরকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত