দাগনভূঞা, ফেনী প্রতিনিধি
সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি পৌরসভার আলাইয়ারপুর থেকে দাগনভূঞা বাজারের দিকে রওনা দিলে পৌর শহরের প্রবেশমুখে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। এ সময় পুলিশের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের বাধার করণে বাজারে কখনোই কোনো কর্মসূচি সফল করতে পারে না বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, সহসম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দিদার ভূঞা, আবু নাছের ও আবু ছায়েদ, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী মোছলেহ উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অলি উল্যাহ শিপন প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পৌর শহরের জিরো পয়েন্টে ও সরকারি ইকবাল কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, বিএনপির মিছিলকে কেন্দ্র করে সরকার দলের নেতা-কর্মীরা বাজার ও কলেজের সামনে অবস্থান নেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপির মিছিলটি কলেজের সামনে থেকে ঘুরিয়ে দেয়। তবে কোনো বাধা প্রদান করা হয়নি।
সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি। বিক্ষোভ মিছিলটি পৌরসভার আলাইয়ারপুর থেকে দাগনভূঞা বাজারের দিকে রওনা দিলে পৌর শহরের প্রবেশমুখে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। এ সময় পুলিশের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের বাধার করণে বাজারে কখনোই কোনো কর্মসূচি সফল করতে পারে না বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন, সহসম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দিদার ভূঞা, আবু নাছের ও আবু ছায়েদ, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী মোছলেহ উদ্দীন রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অলি উল্যাহ শিপন প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পৌর শহরের জিরো পয়েন্টে ও সরকারি ইকবাল কলেজের সামনে লাঠি হাতে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, বিএনপির মিছিলকে কেন্দ্র করে সরকার দলের নেতা-কর্মীরা বাজার ও কলেজের সামনে অবস্থান নেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপির মিছিলটি কলেজের সামনে থেকে ঘুরিয়ে দেয়। তবে কোনো বাধা প্রদান করা হয়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে