Ajker Patrika

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে হামলা, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে হামলা, নিহত ২

কুমিল্লার মেঘনা উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

মসজিদের মাইক ব্যবহার করে সহিংসতার পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসানকে আটক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কামরুল হাসান। 
 
মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মফিজুল ইসলাম বলেন, একটি মিছিল হঠাৎ এসে কেন্দ্রে এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে। ভোটরা ভয়ে পালিয়ে যান। এ সময় তাঁরা স্কুলে ভাঙচুর চালায় ও ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি ছোড়ে। হামলার পর ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পরে দুপুর ১টায় আবার চালু করা হয়। এ ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করেন মো. জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. হারুন অর রশিদ। 

এদিকে মেঘনা উপজেলার বাওর খোলা ইউনিয়নের খিরারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় সানাউল্লাহ ঢালী (৭০) নামে একজন আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা নেওয়ার পথে মারা যান। তিনি খিরারচর এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তা ছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ২৪ জন আহত হয়েছে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জালাল হোসেন। 

মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘটনায় আহত ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন স্থানীয়রাএদিকে মানিকারচরের সংঘর্ষের এ ঘটনায় নিহত হন শাওন নামের আরেক ব্যাপ্তি। তিনি ভল্ভপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া জয় মিয়া ও সাইদুল ইসলাম নামের দুজনকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

সকালে মেঘনার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ উঠে। এ সময় প্রার্থীসহ আরও ৫ ব্যক্তি আহত হন। বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদ চর কেন্দ্রে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এতে প্রার্থী আহত হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জালাল হোসেন জানান, ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরেকজন হাসপাতালে আনার আগেই মারা যান। 

এদিকে তিতাস উপজেলায় ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। মেঘনা উপজেলার নির্বাচন হয় আটটিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত