নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পোচালকেরা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের মুরাদপুর মোড় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে তৈরি হয় যানজট।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ট্রাফিক পুলিশ মামলা দিয়েছিল। এর প্রতিবাদে মাহিন্দ্রচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ জানায়, সকালে মুরাদপুর মোড়ে রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছিল ট্রাফিক পুলিশ। এই মামলার প্রতিবাদে পরে চালকেরা জোট হয়ে সড়ক অবরোধ করেন।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টেম্পোচালকদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেয়। বেলা সাড়ে ১১টার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে ওই সড়ক ব্যবহারকারীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টেম্পোচালকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। সেখানে সড়কের মাঝখানে চালকেরা টেম্পো রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে বহদ্দারহাট থেকে জিইসিগামী, পাঁচলাইশ মোড় থেকে অক্সিজেনগামী, অক্সিজেন থেকে পাঁচলাইশগামী গাড়িগুলো আটকে যায়।
নগরের চকবাজার, জিইসিসহ আশপাশে বিভিন্ন সড়কের যাত্রীদের অনেককে পায়ে হেঁটে কাছের গন্তব্যগুলোয় যেতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো মুরাদপুর থেকে ঘুরিয়ে নিচ্ছে।
অবরোধকারীরা জানান, মুরাদপুরসহ নগরের বেশির ভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠানামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন।
একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকেরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তাঁরা অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
চট্টগ্রাম নগরীতে পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পোচালকেরা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের মুরাদপুর মোড় অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এতে তৈরি হয় যানজট।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ট্রাফিক পুলিশ মামলা দিয়েছিল। এর প্রতিবাদে মাহিন্দ্রচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ জানায়, সকালে মুরাদপুর মোড়ে রাস্তায় যত্রতত্র গাড়ি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছিল ট্রাফিক পুলিশ। এই মামলার প্রতিবাদে পরে চালকেরা জোট হয়ে সড়ক অবরোধ করেন।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টেম্পোচালকদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেয়। বেলা সাড়ে ১১টার পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে ওই সড়ক ব্যবহারকারীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টেম্পোচালকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ। সেখানে সড়কের মাঝখানে চালকেরা টেম্পো রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। বিশেষ করে বহদ্দারহাট থেকে জিইসিগামী, পাঁচলাইশ মোড় থেকে অক্সিজেনগামী, অক্সিজেন থেকে পাঁচলাইশগামী গাড়িগুলো আটকে যায়।
নগরের চকবাজার, জিইসিসহ আশপাশে বিভিন্ন সড়কের যাত্রীদের অনেককে পায়ে হেঁটে কাছের গন্তব্যগুলোয় যেতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো মুরাদপুর থেকে ঘুরিয়ে নিচ্ছে।
অবরোধকারীরা জানান, মুরাদপুরসহ নগরের বেশির ভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠানামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন।
একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকেরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তাঁরা অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
২৯ মিনিট আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৩৩ মিনিট আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
১ ঘণ্টা আগেসিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
১ ঘণ্টা আগে