Ajker Patrika

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন

প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন

মিরসরাই উপজেলা মাধ্যমিক ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে 'মিরসরাই উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ' গঠন করা হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল স্বাক্ষরিত মিরসরাই উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাধারণ সম্পাদক মনোনীত হওয়া নাজিম উদ্দীন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনকে। 

 ১৭ সদস্যবিশিষ্ট পরিষদে সহসভাপতি পদে রয়েছেন পশ্চিম মায়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার ছলিম উদ্দিন, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদ। 

পরিষদের যুগ্ম সম্পাদক আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কান্তি বড়ুয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ। 

কার্যকরী সদস্য হিসেবে পরিষদে রয়েছেন আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত