Ajker Patrika

মোবাইলে মগ্ন যুবক, পায়ে সাপের ছোবলে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আরমান তালুকদার। ছবি: সংগৃহীত
আরমান তালুকদার। ছবি: সংগৃহীত

সাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাতে ঘরে শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন আরমান। এর কোনো এক সময় জানালার পাশে রাখা পায়ে সাপে ছোবল দেয়। কিন্তু মোবাইলে মনোযোগী থাকায় তিনি তা টের পাননি। পরে শরীর খারাপ লাগলে বিষয়টি বুঝতে পারেন।

এরপর তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের। তিনি বলেন, ‘আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।’

এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আরমান তালুকদারকে দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত