Ajker Patrika

শেখ হাসিনার কারণে এ জাতি বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে আছে: তাজুল ইসলাম 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৯: ৪৩
শেখ হাসিনার কারণে এ জাতি বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে আছে: তাজুল ইসলাম 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার কারণে এ জাতি বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে আছে এবং উন্নত বাংলাদেশের জন্য পথ নকশা করে কাজ করছে। এই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

আজ রোববার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার নিজ গ্রাম পোমগায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। জাতি লক্ষ্য–উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। এরপর লড়াই আন্দোলন–সংগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংগঠিত করে জাতির পিতার আদর্শ, স্বপ্নপূরণের জন্য দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে আমলে ক্ষমতায় আসার পর বাংলাদেশের অভূত পরিবর্তন হয়েছে। যোগাযোগ স্বাস্থ্য অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে।’

সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমসহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ যুবলীগ নেতা–কর্মীদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের চ্যালেঞ্জ উন্নত বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থা উন্নতি করতে হবে। গ্রামের প্রতিটি মানুষের অর্থনীতি উন্নতি করতে হবে। যারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, তাঁদের পর্যালোচনা করেন। তাঁরা কী ছিল। তাঁরা পারলে আমরা পারব না কেন। সে জন্য আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত