Ajker Patrika

সীতাকুণ্ডে লরিচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫: ৪৫
সীতাকুণ্ডে লরিচাপায় পথচারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় মো. মহিউদ্দিন (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লরিচালক মো. ফারুককে (৪৩) আটক করেছে হাইওয়ে পুলিশ। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. মহিউদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আদালতপুর এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে। তিনি পাইপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। লরিচালক মো. ফারুক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার সর হাজারী এলাকার খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী পণ্যবাহী ওই লরিটি মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহিউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনা পরবর্তী সময় লরিচালককে আটক করা থানা হেফাজতে রাখা হয়েছে। লরিটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পথচারীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত