Ajker Patrika

ছাগলে বাদামখেত খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০: ৫৭
ছাগলে বাদামখেত খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় ছাগলে বাদামখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সারে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী। 

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি কার্যালয়ের পাশে মো. জকরিয়া ও নূর মোহাম্মদেের বসতভিটা রয়েছে। গতকাল শুক্রবার দিনের বেলায় মো. জকরিয়ার খেতের কিছু বাদামগাছ মোহাম্মদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়।’ 

ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কুলছুমা বেগমসহ অনন্ত ৯ জন আহত হন। আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। চমেকে নেওয়ার পথে কুলছুমা বেগম মারা যান।’ 

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কী কারণে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত