Ajker Patrika

শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করল চবি প্রশাসন

চবি সংবাদদাতা
শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করল চবি প্রশাসন

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে বাড়িতে পৌঁছাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। 

আজ বৃহস্পতিবার প্রভোস্টদের নেতৃত্বে দুপরের মধ্যেই শিক্ষার্থীদের হল থেকে বের করে কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এর আগে গতকাল দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হয় মেয়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা হলে থাকবেন মর্মে উপাচার্য বরাবর দরখাস্ত দিলে বিষয়টি আমলে নিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর শাটডাউনের মধ্যেই হল ছাড়তে বাধ্য করে প্রশাসন। 

আলাওল হলের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘হঠাৎ করে শাটডাউনের মধ্যেই আমাদের হল ছাড়তে বাধ্য করেছে প্রশাসন। রুম সিলগালা করে দিয়েছে। আমার গ্রামের বাসা পাঁচ শ কিলোমিটার দূরে। এখন হঠাৎ করে গ্রামে ফিরে যাব কীভাবে? আবার শুনছি দেশের বিভিন্ন অঞ্চলে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। এ অবস্থায় কীভাবে গ্রামের বাসায় ফিরব এটা নিয়ে সন্ত্রস্ত রয়েছি।’
 
হলে অবস্থানরত দৃষ্টিপ্রতিবন্ধী এক মেয়ে শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীদের শাটডাউনের মধ্যে আমাদের হল থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত বাস দিয়েছে প্রশাসন। এরপর আমরা কী করব? আমার বাড়ি লক্ষ্মীপুর। আমি একজন মেয়ে হয়ে কীভাবে যাব? আমার নিরাপত্তা কে দেবে? এটা অমানবিক আচরণ।’
 
এ বিষয়ে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক সুজিত কুমার দত্ত বলেন, ‘আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটাই পালন করছি। আমরা শিক্ষার্থীদের বের না করলে এটা কিছুক্ষণ পর পুলিশ প্রশাসনের হাতে চলে যাবে।’
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে সব জায়গায় যান চলাচল স্বাভাবিক। ঢাকার যাত্রাবাড়ীতে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল, পুলিশ সেটা নিয়ন্ত্রণ নিয়েছে। আশা করি শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত