নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন।
জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে।
ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস।
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’
মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’
রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ট্রেন সম্পর্কিত পড়ুন:
সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন।
জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে।
ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস।
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’
মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’
রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ট্রেন সম্পর্কিত পড়ুন:
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৯ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩৩ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে