Ajker Patrika

মানুষ এখন সহজে চিকিৎসা সেবা পাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মানুষ এখন সহজে চিকিৎসা সেবা পাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘মানুষ এখন অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছে। তার উদাহরণ কোভিডের সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রত্যেক জেলা ও উপজেলায় করোনার টিকা বিনা মূল্যে নিশ্চিত করেছেন। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ বহির্বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের মানুষ বিনা মূল্যে করোনা টিকা পায়নি।’ 

আজ শুক্রবার চট্টগ্রামে আনোয়ারার বৈরাগ ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নাগরিক যেখানেই থাকুক, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে দেশের স্বাস্থ্য সেবা বিগত সময়ের চাইতে এখন অনেক উন্নত। প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য খাতে প্রতি বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায়।’ 

অধ্যাপক ড. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, ডেভ কেয়ার ফাউন্ডেশনের সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপারসন অধ্যাপক ড. জয়নব বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত