Ajker Patrika

ইঞ্জিনে পাখি, ১৫ ঘণ্টা পর ছাড়ল দুই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭: ০৪
ইঞ্জিনে পাখি, ১৫ ঘণ্টা পর ছাড়ল দুই ফ্লাইট

ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট প্রায় ১৫ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের, আরেকটি বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির নির্ধারিত সময় থাকলেও সেই ফ্লাইট ছেড়েছে পরদিন, অর্থাৎ আজ শুক্রবার দুপুরে। এ তথ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি (এজেড ৫৯১) ১৮০ যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সেই ফ্লাইট ছেড়েছে আজ শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে। আর বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইট ২৫৪ যাত্রী নিয়ে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১০টায়, সেই ফ্লাইট ছেড়েছে আজ দুপুর ১টা ২০ মিনিটে।

উইং কমান্ডার ফরহাদ হোসেন আরও বলেন, ‘অবতরণের পর চেকিংয়ের সময় বার্ড হিটের (ইঞ্জিনে পাখি) বিষয়টি প্রথমে পাইলটের নজরে আসে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রথমে ফ্লাইট বাতিল করা হয়েছিল। পরে ইঞ্জিনিয়াররা দেখে ছাড়পত্র দেওয়ার পর ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালুর বিষয়ে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে নতুন প্লেন এসে যাত্রীদের মাস্কাটের উদ্দেশে নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত