Ajker Patrika

চবিতে প্রভোস্টসহ আরও ৩ জনের পদত্যাগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১০: ৪৭
চবিতে প্রভোস্টসহ আরও ৩ জনের পদত্যাগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ ১৬ কর্মকর্তার পদত্যাগের এক দিনের মাথায় প্রভোস্টসহ আরও তিনজন পদত্যাগ করেছেন। এ নিয়ে গত দুই দিনে ২২টি গুরুত্বপূর্ণ পদ থেকে ১৯ জন পদত্যাগ করলেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের কাছে এই তিন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগকারীরা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল, সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট সুমন বড়ুয়া। 

পদত্যাগপত্রে তিনজনই ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টরের সঙ্গে আদর্শের দ্বন্দ্বের কারণে প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যাকে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আসলে শিবির করা লোক। আদর্শের জায়গা থেকে এটা আমার পক্ষে মানা সম্ভব না। সে জায়গায় আমার আপস করার সুযোগ নাই। তাই আমি পদত্যাগ করেছি।’ 

এর আগে গতকাল রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকসহ ১৮ পদে থাকা ১৬ জন একযোগে পদত্যাগ করেন। তার আগে গত সপ্তাহে প্রক্টরিয়াল বডির একমাত্র নারী সদস্য ও প্রেস প্রশাসক পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত