কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-৪ ও রাজাপালং মধুর ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরসার একটি টর্চার সেলের সন্ধান পাওয়া যায়। যেখান থেকে বিপুল অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ওসমান ওরফে সালমান মুরুব্বী (৫০) আরসার শীর্ষ কমান্ডার। তিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তিনি আরসার ওলামা বডি ও টর্চার সেলেরও প্রধান।
খন্দকার আল মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৪ এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ কমান্ডার মো. ওসমান ওরফে সালমান মুরব্বীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের বাইরে গড়ে তোলা রাজাপালং ইউনিয়নের মধুরছড়া জামে মসজিদ সংলগ্ন পাহাড়ে আরসার একটি গোপন টর্চার সেলের সন্ধান পায় র্যাব। সেখান থেকে টর্চার সেলের সদস্য মো. ইউনুসকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এখান থেকে একটি পিস্তল, চারটি লম্বা বন্দুক ও দুইটি এলজিসহ বিপুল পরিমাণ টর্চার সেলের সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির ও এর সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে শরণার্থীশিবির ও স্থানীয় এলাকাবাসী সব সময় ভীত সন্ত্রস্ত থাকে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীশিবির ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। চলতি বছর কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী এবং অর্থ সমন্বয়ক, মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান ও ক্যাম্প কমান্ডারসহ ৭৩ জন আরসার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সাজ্জাদ হোসেন এবং সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আরসা সদস্যদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-৪ ও রাজাপালং মধুর ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরসার একটি টর্চার সেলের সন্ধান পাওয়া যায়। যেখান থেকে বিপুল অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ওসমান ওরফে সালমান মুরুব্বী (৫০) আরসার শীর্ষ কমান্ডার। তিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তিনি আরসার ওলামা বডি ও টর্চার সেলেরও প্রধান।
খন্দকার আল মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৪ এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ কমান্ডার মো. ওসমান ওরফে সালমান মুরব্বীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের বাইরে গড়ে তোলা রাজাপালং ইউনিয়নের মধুরছড়া জামে মসজিদ সংলগ্ন পাহাড়ে আরসার একটি গোপন টর্চার সেলের সন্ধান পায় র্যাব। সেখান থেকে টর্চার সেলের সদস্য মো. ইউনুসকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এখান থেকে একটি পিস্তল, চারটি লম্বা বন্দুক ও দুইটি এলজিসহ বিপুল পরিমাণ টর্চার সেলের সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির ও এর সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে শরণার্থীশিবির ও স্থানীয় এলাকাবাসী সব সময় ভীত সন্ত্রস্ত থাকে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীশিবির ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। চলতি বছর কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী এবং অর্থ সমন্বয়ক, মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান ও ক্যাম্প কমান্ডারসহ ৭৩ জন আরসার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সাজ্জাদ হোসেন এবং সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আরসা সদস্যদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৮ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে