ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
২০১৭ সালের ১৩ জুন—রাঙামাটির কাপ্তাইয়ের মানুষের জন্য এটি ছিল এক বিভীষিকাময় দিন। আগের রাত থেকেই টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ পাহাড় ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন। আট বছর পার হলেও আজও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত মানুষ।
সেদিন সকালে প্রথম মৃত্যুর খবর আসে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি থেকে। ভয়াবহ পাহাড় ধসে নুরনবী নামের এক ব্যক্তির ছেলের সন্তানসম্ভবা স্ত্রী ও শিশুপুত্র ঘটনাস্থলে মারা যায়। এরপর একে একে ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া ও চিৎমরম এলাকা থেকে আসতে থাকে মৃত্যুর খবর। পাহাড়ি ঢলে তলিয়ে যায় শত শত একর সবজিখেত, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। এখনো সেই দিনের কথা মনে করে শিউরে ওঠে এসব এলাকার মানুষ।
কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি, ওয়াগ্গার মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া, তিনছড়ি ও মিতিঙ্গাছড়িসহ বিভিন্ন দুর্গম এলাকায় আজো বহু পরিবার বসবাস করছে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে। বর্ষা মৌসুমে অতি বৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে কিছু পরিবারকে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় ঠিকই, কিন্তু তাদের স্থায়ী পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘ঢাকাইয়া কলোনিসহ কয়েকটি এলাকায় এখনো বহু মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকির মধ্যে বসবাস করছে। অতি বৃষ্টি হলে তারা আশ্রয়কেন্দ্রে যায়। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান একমাত্র পুনর্বাসন।’
২০১৭ সালের দুর্ঘটনার সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন দিলদার হোসেন। তিনি বলেন, ‘সেদিন সকালে খবর পাই, চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়িতে পাহাড় ধসে একটি পরিবার মাটিচাপা পড়ে আছে। আমি ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে যাই। প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সব বাহিনীকে নিয়ে উদ্ধারকাজ চালাই। এখনো অনেক মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকির মধ্যে বাস করছে। বিশেষ করে ঢাকাইয়া কলোনির বাসিন্দারা সবচেয়ে ঝুঁকিতে। আমি সরকারের কাছে তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানাই।’
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনিসহ রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নে এখনো বহু পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আমরা নিয়মিত এলাকায় গিয়ে মানুষকে সতর্ক করি, বিশেষ করে বর্ষাকালে। অতি বৃষ্টি হলে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয় এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। তবে তারা যদি আগেভাগে নিরাপদ স্থানে চলে আসে, তাহলে জানমালের ক্ষতি এড়ানো সম্ভব।’
২০১৭ সালের ১৩ জুন—রাঙামাটির কাপ্তাইয়ের মানুষের জন্য এটি ছিল এক বিভীষিকাময় দিন। আগের রাত থেকেই টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ পাহাড় ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন। আট বছর পার হলেও আজও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শত শত মানুষ।
সেদিন সকালে প্রথম মৃত্যুর খবর আসে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি থেকে। ভয়াবহ পাহাড় ধসে নুরনবী নামের এক ব্যক্তির ছেলের সন্তানসম্ভবা স্ত্রী ও শিশুপুত্র ঘটনাস্থলে মারা যায়। এরপর একে একে ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া ও চিৎমরম এলাকা থেকে আসতে থাকে মৃত্যুর খবর। পাহাড়ি ঢলে তলিয়ে যায় শত শত একর সবজিখেত, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। এখনো সেই দিনের কথা মনে করে শিউরে ওঠে এসব এলাকার মানুষ।
কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি, ওয়াগ্গার মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া, তিনছড়ি ও মিতিঙ্গাছড়িসহ বিভিন্ন দুর্গম এলাকায় আজো বহু পরিবার বসবাস করছে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে। বর্ষা মৌসুমে অতি বৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে কিছু পরিবারকে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় ঠিকই, কিন্তু তাদের স্থায়ী পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘ঢাকাইয়া কলোনিসহ কয়েকটি এলাকায় এখনো বহু মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকির মধ্যে বসবাস করছে। অতি বৃষ্টি হলে তারা আশ্রয়কেন্দ্রে যায়। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান একমাত্র পুনর্বাসন।’
২০১৭ সালের দুর্ঘটনার সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন দিলদার হোসেন। তিনি বলেন, ‘সেদিন সকালে খবর পাই, চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়িতে পাহাড় ধসে একটি পরিবার মাটিচাপা পড়ে আছে। আমি ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে যাই। প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সব বাহিনীকে নিয়ে উদ্ধারকাজ চালাই। এখনো অনেক মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকির মধ্যে বাস করছে। বিশেষ করে ঢাকাইয়া কলোনির বাসিন্দারা সবচেয়ে ঝুঁকিতে। আমি সরকারের কাছে তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানাই।’
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনিসহ রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নে এখনো বহু পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আমরা নিয়মিত এলাকায় গিয়ে মানুষকে সতর্ক করি, বিশেষ করে বর্ষাকালে। অতি বৃষ্টি হলে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয় এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। তবে তারা যদি আগেভাগে নিরাপদ স্থানে চলে আসে, তাহলে জানমালের ক্ষতি এড়ানো সম্ভব।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে