Ajker Patrika

ট্রাককে ধাক্কা দিয়ে পিকআপচালক নিজেই নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪: ৩৬
ট্রাককে ধাক্কা দিয়ে পিকআপচালক নিজেই নিহত

ফেনীর দাগনভূঞায় সামনের চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপচালক নিজেই নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. ফারুক (২৬)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের শান্তিনগর গ্রামের আবদুর রহিমের ছেলে। 

শুক্রবার রাত সাড়ে ১২টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই পিকআপের সামনে চালকের পাশের আসনে থাকা মো. মনছুর আলম (৩১) নামে অপর একজন আহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর বাহারচড়ায়।  

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে ফেনীমুখী লেনে একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি দ্রুতগামী পিকআপ। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন পিকআপচালকসহ আহত দুজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক মো. ফারুককে মৃত ঘোষণা করেন। আহত মনছুর আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।  

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত