টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সাড়ে ৩ মাস পর আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তবে অন্যান্য বারের চেয়ে জাহাজ চলাচলের সময়সীমা কম হওয়ায় অসন্তোষ জাহাজ ও পর্যটন সংশ্লিষ্টরা। ফলে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরের ন্যায় পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর মধ্যে আগামী ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত দু-একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় জাহাজগুলো দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এ দিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবরে দ্বীপে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, নানা কারণে মৌসুমের শুরুতে জাহাজ চলাচল করার অনুমতি পাওয়া যায়নি। খুব কম সময় পর্যন্ত জাহাজ চলাচল করেছে। এতে অন্যান্য বছরের ন্যায় ক্ষতির সংখ্যা বাড়বে। ফলে জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিছু পর্যটক অগ্রিম হোটেল বুকিং করাতে শুধুমাত্র একটি কেয়ারি সিন্দবাদ ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এক প্রশ্নের জবাবে পারভেজ চৌধুরী বলেন, জাহাজ সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সময় বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ৩১০ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গিয়েছিল। সে সময় থেকে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে প্রায় ১০টি জাহাজ।
সাড়ে ৩ মাস পর আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তবে অন্যান্য বারের চেয়ে জাহাজ চলাচলের সময়সীমা কম হওয়ায় অসন্তোষ জাহাজ ও পর্যটন সংশ্লিষ্টরা। ফলে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরের ন্যায় পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর মধ্যে আগামী ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত দু-একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় জাহাজগুলো দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এ দিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবরে দ্বীপে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, নানা কারণে মৌসুমের শুরুতে জাহাজ চলাচল করার অনুমতি পাওয়া যায়নি। খুব কম সময় পর্যন্ত জাহাজ চলাচল করেছে। এতে অন্যান্য বছরের ন্যায় ক্ষতির সংখ্যা বাড়বে। ফলে জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিছু পর্যটক অগ্রিম হোটেল বুকিং করাতে শুধুমাত্র একটি কেয়ারি সিন্দবাদ ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এক প্রশ্নের জবাবে পারভেজ চৌধুরী বলেন, জাহাজ সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সময় বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ৩১০ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গিয়েছিল। সে সময় থেকে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে প্রায় ১০টি জাহাজ।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৭ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪৪ মিনিট আগে