Ajker Patrika

ফলাফল প্রকাশে কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৬ জুন ২০২২, ১৪: ২৬
ফলাফল প্রকাশে কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা

নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে তিনি এ কথা জানান।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘নির্বাচন তো আপনারা দেখলেনই। ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো চাপ ছিল না। খুব স্বচ্ছতার সঙ্গে সবকিছু হয়েছে।’ 

সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘একজন প্রার্থী অভিযোগ করেছেন, ফোনে কথা বলছিলাম। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি সিইসিকে (প্রধান নির্বাচন কমিশনার) জানাচ্ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসককে কল করে জানাতে হয়েছে। আমার সে সময় অন্য কোনো কল আসেনি।’

ফল ঘোষণা নিয়ে কোনো প্রার্থী যদি অসন্তুষ্ট হন, সে ক্ষেত্রে আদালত আছে জানিয়ে শাহেদুন্নবী বলেন, ‘কোনো প্রার্থীর যদি ভোটের ফল নিয়ে সন্দেহ থাকে, আইনি ব্যবস্থা নিতে পারেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত