Ajker Patrika

সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০: ০৯
সরকারি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পুকুর ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আশুগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের পুকুরটি প্রায় অর্ধেক ভরাট করা হয়েছে। পাশাপাশি এখন চলছে দোকানঘর নির্মাণের কাজ। তবে গতকাল বুধবার ভরাটকারীদের ডেকে আগামী ১৫ দিনের মধ্যে ভরাটকৃত মাটি ও স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এর আগে পুকুর ভরাট ও দোকানের নির্মাণকাজ বন্ধের দাবিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশুগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকায় সোনরামপুর ১৮৯৯ মৌজায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পুকুর রয়েছে। পুকুরটি স্থানীয় প্রভাবশালী আব্দুস ছোহবান ফারকুলিত, আব্দুল ওয়াদুদ ও মাসুদ রানা মিলে বালু দিয়ে ভরাটের পাশাপাশি দোকানঘর নির্মাণ করছেন। পুকুর ভরাট ও দোকানঘর নির্মাণ বন্ধে তাঁদের মৌখিকভাবে বারবার বলা হলেও তাঁরা কোনো তোয়াক্কা করেননি। পুকুরটি ভরাট হয়ে গেলে এই এলাকার জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও মাটির ভূপ্রাকৃতিক পরিবর্তন পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় আব্দুস ছোহবান ফারকুলিত, আব্দুল ওয়াদুদ ও মাসুদ রানাকে গতকাল বেলা ১১টায় সশরীরে উপস্থিত থাকার জন্য নোটিশ দিয়েছিল জেলা পরিবেশ অধিদপ্তর। পরে তাঁরা কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং নিজেদের দায় স্বীকার করেন। এ সময় তাঁদের নিজ খরচে ভরাটকৃত মাটি ও স্থাপনা অপসারণের নির্দেশ দেয় জেলা পরিবেশ অধিদপ্তর।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরটি প্রায় অর্ধেক ভরাট করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। সাংবাদিক এসেছে খবর পেয়ে ছুটে আসেন ভরাটকারী আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ‘আমরা পুকুর ভরাট করিনি। আমরা রেল থেকে লিজ নিয়েছিলাম। তবে পুকুরটি এখন নতুন বি.এস বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রয়েছে। পুকুরটি উদ্ধারের জন্য রেলওয়ে মামলা দায়ের করেছে।’ এ সময় পুকুর লিজ নেওয়ার কোনো কাগজ আছে কি না, জানতে চাইলে তিনি কিছু দেখাতে পারেননি। তবে তিনি জানান, গত জুন মাসে তাঁদের কৃষি ও বাণিজ্যিক লিজের মেয়াদ শেষ হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশুগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আমি লিখিতভাবে পুকুরটি ভরাট ও দোকান নির্মাণ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক বিসাল চক্রবর্তী বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা দায় স্বীকার করেছে। তাঁরা আগামী ১৫ দিনের মধ্যে নিজ খরচে ভরাটকৃত মাটি ও স্থাপনা সরিয়ে নেবেন। নতুবা তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত