Ajker Patrika

মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় মোটরসাইকেল চোরাই চক্রের ৯ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠান। এর আগে বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশনবিহীন এসব মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল মান্নান তাঁদের আটকের তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মো. শাকিব (৩৪), মো. সৈকত (২২), কলেজপাড়া এলাকার আল-আমিন (২৯), লালমাই উপজেলার দন্তপুর গ্রামের মো. শাহদাত হোসেন (৩৮), একই গ্রামের মো. রিপন (২৬), সদর উপজেলার বালুতুপা সর্দার বাড়ির মো. রাকিবুল হাসান ওরফে রিয়াদ (৩০), মো. আজাদ হোসেন (৩১), নুরপুর দক্ষিণপাড়ার মো. মাসুদ (২৮) এবং একই উপজেলার রামচন্দ্রপুর মালু মাস্টার বাড়ির মো. সায়মন (৩০)।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নম্বর প্লেট খুলে এবং চেসিস নম্বর ঘষে তুলে ফেলে ভারতীয় সীমান্তে বিক্রি করছিল। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশনবিহীন এসব মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়েছে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিকেলে তাঁদের আদালতে  পাঠানো হবে। আটক চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানা গেছে কুমিল্লা জেলাকেন্দ্রিক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাঁদের একটি বড় সিন্ডিকেট আছে। এ ছাড়া আটক ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে।’

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত