কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে জোর দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কাটা হয়েছে শতাধিক গাছ। এগুলো সিইউএফএলের হলেও অনেকেই ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএলের আবাসিক এলাকার দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সড়কের গাছ কাটেন স্থানীয় আবদুল কাইয়ূম চৌধুরী খোকন নামের এক ব্যক্তি। এমনভাবেই যে কেউ যখন-তখন গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে আবদুল কাইয়ূম চৌধুরী খোকন বলেন, ‘এগুলো আমরা লাগিয়েছি এবং জায়গাটাও আমাদের। তাই আমরা কাটছি।’
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, ‘সড়কের গাছ কাটার খবর শুনেছি, বন বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা হয়েছে সড়কের পাশের শত বছরের মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। এ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়েছে। বেশির ভাগই নিয়ে যাওয়া হয়েছে। এখনো সড়কের পাশে সড়কে পড়ে আছে সদ্য কাটা ৩০টি গাছ। আর আগের কাটা ৮০ থেকে ৯০টির গুঁটি পড়ে আছে। কিছুদিন পরপর সড়কের পাশ থেকে গাছ কাটলেও বন বিভাগ বা কাউকে কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা। সেই সঙ্গে জানান, এতে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। অনেক স্থানে গোড়া থেকে কেটে ছোট ছোট টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে। কিছু গোড়ার অংশও (গুঁড়ি) তুলে ফেলা হয়েছে। বাকিগুলো রক্ষায় প্রশাসন ও সিইউএফএলের নজর দেওয়া প্রয়োজন মনে করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, গাছগুলোর জন্য এই এলাকার পরিবেশ অনেক সুন্দর। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির আশায় গাছের নিচে যান স্থানীয়রা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে খুব খারাপ লাগল। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, যেন গাছ কাটার প্রতিযোগিতা চলছে। এ কারণে রাস্তার সুন্দর পরিবেশটাই নষ্ট করা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?
এ বিষয়ে কথা বলতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
যেহেতু তাপপ্রবাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকাই ভালো বলে মনে করছেন ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ‘গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগের সঙ্গে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
প্রচণ্ড গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে জোর দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কাটা হয়েছে শতাধিক গাছ। এগুলো সিইউএফএলের হলেও অনেকেই ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএলের আবাসিক এলাকার দক্ষিণ পাশে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সড়কের গাছ কাটেন স্থানীয় আবদুল কাইয়ূম চৌধুরী খোকন নামের এক ব্যক্তি। এমনভাবেই যে কেউ যখন-তখন গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে আবদুল কাইয়ূম চৌধুরী খোকন বলেন, ‘এগুলো আমরা লাগিয়েছি এবং জায়গাটাও আমাদের। তাই আমরা কাটছি।’
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ বলেন, ‘সড়কের গাছ কাটার খবর শুনেছি, বন বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা হয়েছে সড়কের পাশের শত বছরের মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ। এ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়েছে। বেশির ভাগই নিয়ে যাওয়া হয়েছে। এখনো সড়কের পাশে সড়কে পড়ে আছে সদ্য কাটা ৩০টি গাছ। আর আগের কাটা ৮০ থেকে ৯০টির গুঁটি পড়ে আছে। কিছুদিন পরপর সড়কের পাশ থেকে গাছ কাটলেও বন বিভাগ বা কাউকে কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা। সেই সঙ্গে জানান, এতে সড়কের সৌন্দর্যও নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এগুলো অনেক দিনের পুরোনো গাছ। অনেক স্থানে গোড়া থেকে কেটে ছোট ছোট টুকরা করে সরিয়ে ফেলা হয়েছে। কিছু গোড়ার অংশও (গুঁড়ি) তুলে ফেলা হয়েছে। বাকিগুলো রক্ষায় প্রশাসন ও সিইউএফএলের নজর দেওয়া প্রয়োজন মনে করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, গাছগুলোর জন্য এই এলাকার পরিবেশ অনেক সুন্দর। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির আশায় গাছের নিচে যান স্থানীয়রা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে খুব খারাপ লাগল। এমন দৃশ্য দেখে মনে হয়েছে, যেন গাছ কাটার প্রতিযোগিতা চলছে। এ কারণে রাস্তার সুন্দর পরিবেশটাই নষ্ট করা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?
এ বিষয়ে কথা বলতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
যেহেতু তাপপ্রবাহ চলছে, সেহেতু এই মুহূর্তে গাছগুলো থাকাই ভালো বলে মনে করছেন ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ‘গাছ কাটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বন বিভাগের সঙ্গে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে