প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।
প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৩ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে