Ajker Patrika

জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের মাঠ-ঘাট

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২: ১৯
জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের মাঠ-ঘাট

অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের মাঠ-ঘাট। গত তিন দিন ধরে বিস্তীর্ণ এলাকা দিনে ও রাতে প্রায় চার ঘণ্টা করে সাত ফুট পানির নিচে ডুবে থাকে। বেড়িবাঁধ না থাকায় খুব সহজে এই ইউনিয়নের লোকালয়ে চলে আসে জোয়ারের পানি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিঝুম দ্বীপ বন্দরটিলা ঘাট থেকে নামারবাজার পর্যন্ত প্রধান সড়কটি তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল ও যাত্রীবাহী গাড়িগুলোকে অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও চালকেরা হেঁটে হেঁটে রাস্তা পারাপার হচ্ছেন। 

নিঝুম দ্বীপে কর্মরত দ্বীপ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী নুর নবী বলেন, জোয়ারের সময় প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জোয়ারের পানিতে ডুবে থাকে পুরো সড়ক। কেউ জরুরি প্রয়োজনে ইচ্ছা থাকলেও দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারেন না। 

নিঝুম দ্বীপের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যা বলেন, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোয়ার হলে তলিয়ে যায় নিঝুম দ্বীপের অধিকাংশ ওয়ার্ড। গত কয়েক দিনে জোয়ারের পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভেঙে গেছে প্রধান সড়কের অনেক জায়গা। জোয়ারের পানি নেমে গেলে দেখা যায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

বিস্তীর্ণ এলাকা প্রায় ৪ ঘণ্টা করে ৭ ফুট জোয়ারের পানির নিচে ডুবে থাকেশুধু তাই নয়, নিঝুম দ্বীপে ছোটবড় ৫০টি মৎস্য খামার রয়েছে। গত কয়েক দিনে জোয়ারে সব কটি খামার পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে ওই সব খামারের লাখ টাকার মাছ। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নটির অবস্থান সাগরপাড়ে। সেখানে নেই বেড়িবাঁধ। এতে চারপাশ থেকে একসঙ্গে জোয়ারের পানি প্লাবিত হয়। কোথাও কোথাও জোয়ারের পানি নামতে না নামতে পুনরায় জোয়ার চলে আসে। এখানকার মানুষকে জোয়ার আসার আগেই তাঁদের দৈনন্দিন কাজ শেষ করতে হয়। 

চেয়ারম্যান আরও বলেন, ‘নিচু এলাকার লোকজন অনেক কষ্ট করে বসবাস করছেন। আমাদের খুবই কঠিন সময় পার করতে হচ্ছে। এ নিয়ে সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত