Ajker Patrika

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৬

চবি প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৪: ০৯
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৬

কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনায় এক সহকারী প্রক্টরসহ অন্তত ছয় জন আহত হয়েছেন।

তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবির স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে ‘ভিএক্স’ ও ‘সিক্সটি নাইন’ নামে পরিচিত। উভয় পক্ষই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে।

‘সিক্সটি নাইনের’ কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এবং ‘ভিএক্সের’ কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন। সংঘর্ষ চলার সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়া চলে। পাশাপাশি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে মহড়া দেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। এরপর থেকে ক্যাম্পাসের পরিবেশ থমথমে।

চবির চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী প্রক্টর শহীদুল ইসলামের চোখের পাশে ইটের আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে ছয়জন চিকিৎসা নিতে আসেন।’

ভিএক্স গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১১টার দিকে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল থেকে এসে সোহরাওয়ার্দী হলের ভিএক্সের কর্মীদের ওপর হামলা করেন। পরে ভিএক্সের কর্মীরা প্রতিরোধ করেন। এখন যে যার হলে অবস্থান করছেন।’

সংঘর্ষের বিষয়ে জানতে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

সহকারী প্রক্টর শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগের দিনের সমস্যা মিটমাট না করায় আবারও তাঁরা সংঘর্ষে জড়িয়েছেন। আমরা জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেব।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাতের শাটল ট্রেনে ভিএক্সের কর্মীদের সঙ্গে সিক্সটি নাইনের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করেন ভিএক্সের কর্মীরা।

এর জেরে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছার পর ভিএক্সের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। অনেকে অস্ত্র প্রদর্শন করেন। রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত