Ajker Patrika

নোয়াখালীতে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালীতে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় নোয়াখালী সদরের খন্দকার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫টি লিভিক স্ট্যাম্প, ব্যাংকের ৭টি চেক, ২৪টি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর চাটখিল পৌরসভার গোবিন্দপুরের আবদুল লতিফ চৌধুরীর ছেলে টিপু সুলতান চৌধুরী (৪৪) ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পশ্চিম রাজারামপুর গ্রামের সোহেল রানার স্ত্রী তাজ নাহার আক্তার রত্না (৩৪)। 

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, ‘কিছুদিন যাবৎ মাইজদী বাজারের একজন মহিলা জনৈক ব্যক্তিকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে। গত ১২ মে বৃহস্পতিবার খন্দকার পাড়ার একটি ভাড়া বাসায় ওই ব্যক্তিকে ডেকে নেন তাজ নাহার আক্তার রত্না। পরে বাসায় যাওয়ার পর ওই ব্যক্তিকে আটকে রেখে মারধর ও এক নারীর সঙ্গে অর্ধউলঙ্গ ছবি ও ভিডি ধারণ করেন রত্না ও তাঁর সহযোগীরা। এর কিছুক্ষণ পর ২ লাখ ৫০ হাজার টাকা তাদের প্রদান করবে এ মর্মে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ও একটি স্বর্ণের আংটি রেখে দেয় তাঁরা। ভুক্তভোগী গত ১৩ মে শুক্রবার গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের দাবিকৃত টাকাগুলোর মধ্যে ৩০ হাজার টাকা নগদ নিয়ে শহরের আমানিয়া হোটেলে আসেন ভুক্তভোগী। তাঁর কাছ থেকে টাকা নেওয়ার সময় হোটেলে সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা টিপু সুলতানকে গ্রেপ্তার করে।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘পরে তাঁকে সঙ্গে নিয়ে গভীররাতে ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের খন্দকার পাড়ার নুরুল ইসলামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫টি লিভিক স্ট্যাম্প, ব্যাংকের ৭টি চেক, ২৪টি মোবাইল ফোন,১টি আংটি ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করে। পরে তাঁর (টিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজারামপুর গ্রাম থেকে প্রতারক চক্রের নারী সদস্য তাজ নাহার আক্তার রত্নাকে গ্রেপ্তার করা হয়। আসামি টিপু সুলতান চৌধুরীর ব্যবহৃত মোবাইলে গ্রেপ্তারকৃত রত্নার সঙ্গে জোরপূর্বক অভিযোগকারীর আপত্তিকর ছবি, ভিডিও এবং স্ট্যাম্পে লিখিত নেওয়ার ভিডিও পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে।’ 

চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত