নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি তরুণ ও এক রোহিঙ্গা আহত হয়েছেন।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার ভাজাবনিয়া চিতারকুমে শূন্যরেখার পাশে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি তরুণ জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রুর উলুবুনিয়াপাড়ার নুরুল কবিরের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তির নাম মো. হাসান (২৮)। তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম। হাসান তুমব্রুর ভাজাবনিয়া এলাকায় এক বাংলাদেশি নারীকে বিয়ে করে সংসার করছেন। পিঠে গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও হাসান পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত আছে। ধারণা করা হচ্ছে, রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য আনা-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করেন। আরাকান আর্মির সদস্যরা হয়তো দুজনকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য ভেবেছিলেন। এতে জাহাঙ্গীর বাঁ পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ ও হাসান পিটে আঘাত পান।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন বলে তিনি জেনেছেন। আহত বাংলাদেশি জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রোহিঙ্গা ব্যক্তি এলাকায় আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাঁদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি তরুণ ও এক রোহিঙ্গা আহত হয়েছেন।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার ভাজাবনিয়া চিতারকুমে শূন্যরেখার পাশে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি তরুণ জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রুর উলুবুনিয়াপাড়ার নুরুল কবিরের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তির নাম মো. হাসান (২৮)। তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম। হাসান তুমব্রুর ভাজাবনিয়া এলাকায় এক বাংলাদেশি নারীকে বিয়ে করে সংসার করছেন। পিঠে গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও হাসান পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত আছে। ধারণা করা হচ্ছে, রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য আনা-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করেন। আরাকান আর্মির সদস্যরা হয়তো দুজনকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য ভেবেছিলেন। এতে জাহাঙ্গীর বাঁ পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ ও হাসান পিটে আঘাত পান।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন বলে তিনি জেনেছেন। আহত বাংলাদেশি জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রোহিঙ্গা ব্যক্তি এলাকায় আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাঁদের গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।
মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৫ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৭ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৯ মিনিট আগে