কক্সবাজার প্রতিনিধি
আকাশে আলোর ঝলকানি। কেউ ব্যস্ত ছবি তুলতে। কেউ বা ভিডিও ধারণ করে ধরে রাখছেন বর্ষবরণের স্মৃতি। ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে অন্য বছরের মতো কনসার্ট বা গানবাজনার আয়োজন না থাকলেও এবার কক্সবাজার সমুদ্রসৈকত হাজারো পর্যটকের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছিল।
২০২১ সালের শেষ সময়ে রাত ১১টায় কক্সবাজার শহরের কলাতলী সায়মন বিচে তেমন লোকসমাগম ছিল না। সময় গড়াতেই বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটে আসে পর্যটক ও স্থানীয় লোকজন।
ঘড়ির কাঁটা যখন রাত পৌনে ১২টা তখন পশ্চিমমুখী সৈকতের সব পয়েন্টে মানুষের স্রোত। সবার চোখ ছিল আকাশে। তখন আতশবাজি আর রংবেরঙের ফানুস উড়ছে।
শান্ত সৈকতে ঢেউয়ের গর্জন নেই। তবে হাজার হাজার পর্যটকের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। সমবেত সকলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। একই সুরে সকলে বলে উঠে 'হ্যাপি নিউ ইয়ার'।
এর আগে ইংরেজি নববর্ষ বরণকে কেন্দ্র করে থার্টি ফাস্ট নাইটে সমুদ্রসৈকত ও শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেল থেকে সমুদ্রসৈকতসহ শহরের মোড়ে মোড়ে অবস্থান জেলা পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও টুরিস্ট পুলিশের তৎপরতা বাড়ানো হয়। সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী , কলাতলী মোড়সহ প্রতিটি প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট।
রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার শেখ ইউছুপ আহমেদ বলেন, ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে টহল জোরদার করা হয়েছে। যাতে আগত পর্যটকেরা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন।
রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে দেখা যায় টুরিস্ট পুলিশের সদস্যরা সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে তল্লাশি করছেন। পাশাপাশি সৈকতের প্রবেশ মুখে বসিয়েছে তল্লাশি চৌকি।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, বর্ষবরণ উপলক্ষে আগত পর্যটকসহ সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যাতে কোনো অপরাধী চক্রের সদস্যরা সৈকতে প্রবেশ করতে না পারে।
এ ছাড়া শহরের মোড়ে মোড়ে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তাদেরও যানবাহন তল্লাশি করতে দেখা যায়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, শহরে বেশ কয়েকটি টিম কাজ করছে। যে কোনো যানবাহনের পাশাপাশি টমটম, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা তল্লাশির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আকাশে আলোর ঝলকানি। কেউ ব্যস্ত ছবি তুলতে। কেউ বা ভিডিও ধারণ করে ধরে রাখছেন বর্ষবরণের স্মৃতি। ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে অন্য বছরের মতো কনসার্ট বা গানবাজনার আয়োজন না থাকলেও এবার কক্সবাজার সমুদ্রসৈকত হাজারো পর্যটকের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠেছিল।
২০২১ সালের শেষ সময়ে রাত ১১টায় কক্সবাজার শহরের কলাতলী সায়মন বিচে তেমন লোকসমাগম ছিল না। সময় গড়াতেই বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটে আসে পর্যটক ও স্থানীয় লোকজন।
ঘড়ির কাঁটা যখন রাত পৌনে ১২টা তখন পশ্চিমমুখী সৈকতের সব পয়েন্টে মানুষের স্রোত। সবার চোখ ছিল আকাশে। তখন আতশবাজি আর রংবেরঙের ফানুস উড়ছে।
শান্ত সৈকতে ঢেউয়ের গর্জন নেই। তবে হাজার হাজার পর্যটকের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। সমবেত সকলে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। একই সুরে সকলে বলে উঠে 'হ্যাপি নিউ ইয়ার'।
এর আগে ইংরেজি নববর্ষ বরণকে কেন্দ্র করে থার্টি ফাস্ট নাইটে সমুদ্রসৈকত ও শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেল থেকে সমুদ্রসৈকতসহ শহরের মোড়ে মোড়ে অবস্থান জেলা পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও টুরিস্ট পুলিশের তৎপরতা বাড়ানো হয়। সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী , কলাতলী মোড়সহ প্রতিটি প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট।
রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার শেখ ইউছুপ আহমেদ বলেন, ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে টহল জোরদার করা হয়েছে। যাতে আগত পর্যটকেরা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন।
রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে দেখা যায় টুরিস্ট পুলিশের সদস্যরা সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে তল্লাশি করছেন। পাশাপাশি সৈকতের প্রবেশ মুখে বসিয়েছে তল্লাশি চৌকি।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, বর্ষবরণ উপলক্ষে আগত পর্যটকসহ সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যাতে কোনো অপরাধী চক্রের সদস্যরা সৈকতে প্রবেশ করতে না পারে।
এ ছাড়া শহরের মোড়ে মোড়ে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তাদেরও যানবাহন তল্লাশি করতে দেখা যায়।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, শহরে বেশ কয়েকটি টিম কাজ করছে। যে কোনো যানবাহনের পাশাপাশি টমটম, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা তল্লাশির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে