Ajker Patrika

নারী ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
নারী ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সব পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সে জন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘পেশি শক্তির জোরে পুরুষেরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুণাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসেবে আমরা তত সামনে এগোতে পারব।’ 

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন প্রমুখ। 

নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আপনারা সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারা দেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।’ তিনি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত