দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনের কারণে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর অংশে এই ভাঙনের সৃষ্টি হয়।
বেড়িবাঁধে ভাঙনে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পূর্ব ঘনিয়া মোড়া, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রামে পানি ঢুকে পড়ে। তাতে সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বর্তমানে মুহুরি নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ভাঙনে ছয়টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তাতে ফসলি জমি ও অনেক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। তিনি আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, আজ সোমবার ভোর ৫টা থেকে বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে কোটি টাকার একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি পাস হলেই টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে ভাঙনের স্থান পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম ও পাউবোর কর্মকর্তারা।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনের কারণে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর অংশে এই ভাঙনের সৃষ্টি হয়।
বেড়িবাঁধে ভাঙনে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, পূর্ব ঘনিয়া মোড়া, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রামে পানি ঢুকে পড়ে। তাতে সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বর্তমানে মুহুরি নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ভাঙনে ছয়টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তাতে ফসলি জমি ও অনেক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। তিনি আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, আজ সোমবার ভোর ৫টা থেকে বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে কোটি টাকার একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি পাস হলেই টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে ভাঙনের স্থান পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম ও পাউবোর কর্মকর্তারা।
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
১৩ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৪৪ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে