Ajker Patrika

ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ তিনজনের নামে ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন হকার ব্যবসায়ী সমিতির নেতা। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম-১ এর জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়। 

মামলাটি দায়ের করেন নগরের টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। এ সময় আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশনা দিয়েছেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী বিষ্ণু শীল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত রুমকি সেনগুপ্ত (৩৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে নগরের আন্দরকিল্লা, চকবাজার ও দেওয়ানবাজার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলায় অন্য দুই অভিযুক্তরা হলেন, অপু ধর (২৮) ও মো. ইসমাইল (৪০)। 

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী হকার ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্তরা হকার ব্যবসা করার জন্য বাদীর কাছে দৈনিক ২ হাজার টাকা চাঁদার দাবি করে আসছেন। বাদী দিতে অপারগতা প্রকাশ করলে গত ২০ অক্টোবর সন্ধ্যায় হকারের মালামাল রাস্তায় ফেলে দিয়ে ব্যবসার ক্ষতি করেন। এলাকাটির বিভিন্ন হকার ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ১ / ২ হাজার টাকা করে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন অভিযুক্তরা। চাঁদা না পেলে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসায়ীদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে ক্ষতিসাধন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত