Ajker Patrika

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান-ঘর

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৮
বান্দরবানে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান-ঘর

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান ও ২টি বসতঘর। বাঘমারা বাজারটির এক অংশ বান্দরবান সদর, অপর অংশ রোয়াংছড়ি উপজেলার অন্তর্ভুক্ত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাজারের একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের রোয়াংছড়ি স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রোয়াংছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়া বান্দরবান সদর থেকেও একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে বাজারের ১৩টি বিভিন্ন দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষ আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা হবে।’ 

স্থানীয় জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা জানান, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাজারে আগুন লাগে। বাজারের পঞ্চানন দের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত