রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির সদর উপজেলায় মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১১) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
সুদীপ্ত চাকমা বন্দুক ভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের করুণাময়ী চাকমার মেয়ে। সে বন্দুক ভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ভুগছিল সুদীপ্তা চাকমা। তার স্বাস্থ্য পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসক চিকিৎসা দেন। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি বেসরকারি সংস্থার একজন কর্মীর সহায়তায় রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় তার ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে সুদীপ্তার শারীরিক অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে চিকিৎসক দেখেন, শিশুটি বেঁচে নেই।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির গুরুতর অবস্থা দেখে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় দেখা যায়, সে মারা গেছে।’
বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমর চাকমা বলেন, ‘শিশুটিকে ৪ জুলাই রাঙামাটি শহরের বনরূপায় এক এমবিবিএস ডাক্তারকে দেখানো হয়। এ সময় সর্দিজ্বরের ওষুধ দেওয়া হয়। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে শনিবার আবার রাঙামাটি শহরে আনা হয়েছিল। পরে রোগীর মৃত্যু হয়েছে।’
রাঙামাটির সিভিল সার্জন নূয়েন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা এবং অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। এর আগে ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্তের ভরা মৌসুম চলছে।’
রাঙামাটির সদর উপজেলায় মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১১) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
সুদীপ্ত চাকমা বন্দুক ভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের করুণাময়ী চাকমার মেয়ে। সে বন্দুক ভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ভুগছিল সুদীপ্তা চাকমা। তার স্বাস্থ্য পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসক চিকিৎসা দেন। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি বেসরকারি সংস্থার একজন কর্মীর সহায়তায় রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় তার ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে সুদীপ্তার শারীরিক অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে চিকিৎসক দেখেন, শিশুটি বেঁচে নেই।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির গুরুতর অবস্থা দেখে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় দেখা যায়, সে মারা গেছে।’
বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমর চাকমা বলেন, ‘শিশুটিকে ৪ জুলাই রাঙামাটি শহরের বনরূপায় এক এমবিবিএস ডাক্তারকে দেখানো হয়। এ সময় সর্দিজ্বরের ওষুধ দেওয়া হয়। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে শনিবার আবার রাঙামাটি শহরে আনা হয়েছিল। পরে রোগীর মৃত্যু হয়েছে।’
রাঙামাটির সিভিল সার্জন নূয়েন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা এবং অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। এর আগে ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্তের ভরা মৌসুম চলছে।’
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে