নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সিকদার (৬০) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।
নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহত আমান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক সম্রাট হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লোকটি ছিলেন। এ সময় তিনি ছটফট করছিলেন। তখন উনি জীবিত ছিলেন। আশপাশ অনেক লোক ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমি দ্রুত উনাকে আমার সিএনজিতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুপুরে উনি মারা যান।’
নিহতের ছেলে ফয়েজ সিকদার জানান, তাঁর বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্যে বের হয়েছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে বাকলিয়া থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সিকদার (৬০) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।
নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহত আমান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক সম্রাট হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লোকটি ছিলেন। এ সময় তিনি ছটফট করছিলেন। তখন উনি জীবিত ছিলেন। আশপাশ অনেক লোক ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমি দ্রুত উনাকে আমার সিএনজিতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুপুরে উনি মারা যান।’
নিহতের ছেলে ফয়েজ সিকদার জানান, তাঁর বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশ্যে বের হয়েছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে বাকলিয়া থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১২ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।
২৯ মিনিট আগেউপদেষ্টা জানান, শিল্পদূষণের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে এবং ঢাকার আশপাশের নদীদূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পলিথিনবিরোধী প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। বায়ুদূষণের কারণে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
৩১ মিনিট আগেহাওর এবং চরাঞ্চলের দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা থাকতে চান না এবং তাঁরা শহরে আসতে চান—এটাকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, শিক্ষকদের বদলির তদবিরগুলো ওপর থেকে আসে।
৩৪ মিনিট আগেমাদক চক্রে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তাই চার মাস আগে চট্টগ্রাম জেলায় মাদক উদ্ধারে সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
৪২ মিনিট আগে