কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মোটেল শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম সাজিদ (১৬) শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে ও আরিফ ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তারা দুজনই কক্সবাজার শহরের পৌর প্রি-প্যারাটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম আজকের পত্রিকাকে জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আট জন বন্ধু সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসল করার সময় আকস্মিকভাবে ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায় সাজিদ ও আরিফ।
প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর লাইফ গার্ড কর্মীরা মূমুর্ষূ অবস্থায় সাজিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের মৃতদেহও উদ্ধার করা হয়।
এ দিকে গত মঙ্গলবার দুপুরে সীগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ফটোগ্রাফার মোহাম্মদ সাগর (১৭)। গতকাল বুধবার সকালে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ১১ আগস্ট কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে গোসল করার সময় পানিতে ডুবে শাহেদুল ইসলাম (২২) নামের এক তরুণ নিখোঁজ হওয়ার চারদিন পর সোনাদিয়া দ্বীপ থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে গোসল করার সময় স্রোতের টানে ভেসে নিখোঁজ মো. আলী তুহিন (১৫) স্কুলছাত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। সে কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ড নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গত ১ জুলাই লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় মোহাম্মদ সাআদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি রাজধানীর দক্ষিণ খান এলাকায়।
এর আগে, গত ২৪ এপ্রিল শহরের লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় চট্টগ্রামের এক পর্যটকের মৃত্যু এবং গাজীপুরের হিমেল আহমদ (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়। দুদিন পর বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
এ নিয়ে গত সাত মাসে শহরের সমুদ্র সৈকতের লাবণী, সীগাল, কলাতলী সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয় ও ছয়জন মারা যায়।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মোটেল শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম সাজিদ (১৬) শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে ও আরিফ ইসলাম (১৬) একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তারা দুজনই কক্সবাজার শহরের পৌর প্রি-প্যারাটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম আজকের পত্রিকাকে জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আট জন বন্ধু সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসল করার সময় আকস্মিকভাবে ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায় সাজিদ ও আরিফ।
প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর লাইফ গার্ড কর্মীরা মূমুর্ষূ অবস্থায় সাজিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের মৃতদেহও উদ্ধার করা হয়।
এ দিকে গত মঙ্গলবার দুপুরে সীগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ফটোগ্রাফার মোহাম্মদ সাগর (১৭)। গতকাল বুধবার সকালে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ১১ আগস্ট কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে গোসল করার সময় পানিতে ডুবে শাহেদুল ইসলাম (২২) নামের এক তরুণ নিখোঁজ হওয়ার চারদিন পর সোনাদিয়া দ্বীপ থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে গোসল করার সময় স্রোতের টানে ভেসে নিখোঁজ মো. আলী তুহিন (১৫) স্কুলছাত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। সে কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ড নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গত ১ জুলাই লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় মোহাম্মদ সাআদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি রাজধানীর দক্ষিণ খান এলাকায়।
এর আগে, গত ২৪ এপ্রিল শহরের লাবণী পয়েন্ট সৈকতে গোসল করার সময় চট্টগ্রামের এক পর্যটকের মৃত্যু এবং গাজীপুরের হিমেল আহমদ (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়। দুদিন পর বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
এ নিয়ে গত সাত মাসে শহরের সমুদ্র সৈকতের লাবণী, সীগাল, কলাতলী সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয় ও ছয়জন মারা যায়।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে