নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। আজ শনিবার সিএমপি কার্যালয় ঘেরাও করে এই আলটিমেটাম দেন তাঁরা। এ সময় গ্রেপ্তারে ব্যর্থ হলে তিন থানার ওসিসহ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়।
এর আগে বেলা ৩টার দিকে কয়েক শ আন্দোলনকারী প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে ব্যানার সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান মোড়, আসকারদীঘিপাড় ও ওয়াসা মোড় অতিক্রম করে দামপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনে গিয়ে থামে।
আন্দোলনকারীরা সিএমপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভে সমন্বয়ক রাসেল মাহমুদ ও তালাত মাহমুদ রাফিকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাত আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’
এ নিয়ে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন।
এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। আজ শনিবার সিএমপি কার্যালয় ঘেরাও করে এই আলটিমেটাম দেন তাঁরা। এ সময় গ্রেপ্তারে ব্যর্থ হলে তিন থানার ওসিসহ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়।
এর আগে বেলা ৩টার দিকে কয়েক শ আন্দোলনকারী প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে ব্যানার সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান মোড়, আসকারদীঘিপাড় ও ওয়াসা মোড় অতিক্রম করে দামপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনে গিয়ে থামে।
আন্দোলনকারীরা সিএমপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভে সমন্বয়ক রাসেল মাহমুদ ও তালাত মাহমুদ রাফিকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাত আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’
এ নিয়ে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন।
এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কুমার নদ বেষ্টিত দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। সালথা উপজেলার ওই এলাকার বাসিন্দাদের নিকটবর্তী উপজেলার শহর মুকসুদপুর। এই উপজেলা শহরেই উৎপাদিত কৃষি ফসল বিক্রিসহ নিত্যদিনের যোগাযোগ রয়েছে তাঁদের। এছাড়া মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে কামারদিয়া গ্রামে।
৪৪ মিনিট আগেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি এ নিয়মের তোয়াক্কা করেন না রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হাজরা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কুমার। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের খেয়ালখুশি মতো বিদ্যালয় ছুটি দেন।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৮ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৯ ঘণ্টা আগে