Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। নিহতেরা হলেন, নুর আলম (৫৯) ও তাঁর ছেলে আনোয়ার কামাল (১২)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। 

গত ১২ মে সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে নুর আলম ও তাঁর পরিবারের ছয়জন দগ্ধ হন। 

নাঈমুল হক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় রোহিঙ্গাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে নুর আলম ও আনোয়ার কামালের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত