Ajker Patrika

রায়পুরে সব স্বর্ণের দোকান বন্ধ রেখে ডাকাতির প্রতিবাদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৩, ১৪: ৪২
রায়পুরে সব স্বর্ণের দোকান বন্ধ রেখে ডাকাতির প্রতিবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালিত হচ্ছে। জেলা সদরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণ লুট করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে এটি চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখা এ কর্মসূচির ডাক দিয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে আর কে শিল্পালয়ের স্বর্ণালংকার লুট করে। ওই সময় দোকানমালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল জব্দ করে। এদিকে ডাকাতেরা পালানোর সময় তাদের বহন করা পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সবুজ ও মনসুরকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সবুজের বাড়ি বরগুনা জেলায় এবং মনসুরের বাড়ি নরসিংদী জেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় পৃথক তিনটি মামলা হয়। ডাকাতি, বিস্ফোরক ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা তিনটি হয়। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির রায় বলেন, ‘প্রকাশ্যে জেলা শহরে এমন লুটপাট ও হামলায় রায়পুরের স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ জন্য অধিকাংশ দোকানই সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায়। কবে নাগাদ এ ভীতিকর অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব তা নিয়ে শঙ্কিত।’ 

একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বন্ধ রয়েছে স্বর্ণের দোকানগুলো। ছবি: আজকের পত্রিকাবাজুস উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, ‘রায়পুরে ৭৫টি স্বর্ণের দোকান রয়েছে। সকাল ৯টা থেকে আমাদের সবগুলো দোকান বন্ধ রাখা হয়েছে। রাত ৯টা পর্যন্ত এটা অব্যাহত রাখা হবে। ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। জড়িতদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক আছি। কেউ যাতে তাঁদের ব্যবসা-বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত