Ajker Patrika

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো সেই নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে কান ধরে ওঠবস করানো সেই নেতা। ছবি: সংগৃহীত
ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে কান ধরে ওঠবস করানো সেই নেতা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে খাবার হোটেলে আহার করার সময় কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগী দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আবদুল আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেননি। এ ছাড়া আজিজ এ ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে তাঁদের কাছে জানতে চেয়েছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। আমি বলেছি, আপনারা রোজা রাখিয়েন। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় আমার করা ঠিক হয়নি। এ জন্য আমি তাঁদের কাছে ক্ষমা চাই। তাঁরা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজের পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।’

এর আগে গতকাল বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় পর্দা লাগানো কয়েকটি খাবার হোটেলে বণিক সমিতির নেতা আজিজ লাঠি হাতে অভিযান চালান। এ সময় রোজা না রাখা কয়েক যুবক-বৃদ্ধকে হোটেল থেকে রাস্তায় এনে প্রকাশ্যে তিনি কান ধরে ওঠবস করতে বাধ্য করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল রাত ১২টার দিকে সদর থানার পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত