নোয়াখালী প্রতিনিধি
নৌকা প্রতীকে ভোট দিলে পিষে ফেলার হুমকি দিয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ। স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের পক্ষে এক উঠান বৈঠকে তিনি এ ধরনের বক্তব্য দেন। জাফর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এ বক্তব্য দেওয়ায় জাফর উল্যাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার জন্য কার্যকর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিতে সুপারিশ করা হয়েছে। আর ওই বক্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার রাতে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে নিজের একটি কারখানার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে উনিসহ (জাফর) বেশ কয়েকজন উপজেলা আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করতে গিয়ে দলের লোকজনকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। সবশেষ গত সোমবার বিকেলে কাদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর একটি উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দিয়ে বক্তব্য দেন জাফর উল্যাহ।
উঠান বৈঠকে জাফর উল্যাহ বলেন, ‘আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটিই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব বলছি, কাদিরপুরের একটা লোকও যদি ডান-বাম করেন, তাঁদের খ্যাদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন, ওদেরও কাদিরপুরে থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। দুই-একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।’
এ বিষয়ে নৌকার প্রার্থী কিরন বলেন, ‘উনার এমন বক্তব্য সংগঠনবিরোধী। উনি স্বতন্ত্র প্রার্থীর ভোট করতেই পারেন, সেটা তাঁর ইচ্ছা; কিন্তু নিজ দলের নেতা-কর্মীদের এভাবে ভয়ভীতি দেখানো সংগঠনবহির্ভূত এবং সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেছি। এ ছাড়া জাফর উল্যাহকে সংগঠন থেকে বহিষ্কার করার জন্য কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিতে সুপারিশ করা হয়েছে।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, মূলত তাঁকে হেনস্তা করা এবং তাঁদের প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য পুরো ভিডিও না দিয়ে খণ্ডিত অংশ ছড়ানো হয়েছে।
এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, এমন কোনো অভিযোগ এখনো কেউ করেননি। অভিযোগ পেলে তদন্তে সত্য প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নৌকা প্রতীকে ভোট দিলে পিষে ফেলার হুমকি দিয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ। স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের পক্ষে এক উঠান বৈঠকে তিনি এ ধরনের বক্তব্য দেন। জাফর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এ বক্তব্য দেওয়ায় জাফর উল্যাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার জন্য কার্যকর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিতে সুপারিশ করা হয়েছে। আর ওই বক্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার রাতে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে নিজের একটি কারখানার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে উনিসহ (জাফর) বেশ কয়েকজন উপজেলা আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করতে গিয়ে দলের লোকজনকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। সবশেষ গত সোমবার বিকেলে কাদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর একটি উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দিয়ে বক্তব্য দেন জাফর উল্যাহ।
উঠান বৈঠকে জাফর উল্যাহ বলেন, ‘আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটিই সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব বলছি, কাদিরপুরের একটা লোকও যদি ডান-বাম করেন, তাঁদের খ্যাদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকার প্রার্থী) ভোট দিবে মনে করবেন, ওদেরও কাদিরপুরে থাকার অধিকার নাই। তাড়িয়ে দিবেন এখান থেকে। দুই-একটা কালসাপ আছে। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি (পিষে) দিবেন।’
এ বিষয়ে নৌকার প্রার্থী কিরন বলেন, ‘উনার এমন বক্তব্য সংগঠনবিরোধী। উনি স্বতন্ত্র প্রার্থীর ভোট করতেই পারেন, সেটা তাঁর ইচ্ছা; কিন্তু নিজ দলের নেতা-কর্মীদের এভাবে ভয়ভীতি দেখানো সংগঠনবহির্ভূত এবং সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেছি। এ ছাড়া জাফর উল্যাহকে সংগঠন থেকে বহিষ্কার করার জন্য কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিতে সুপারিশ করা হয়েছে।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, মূলত তাঁকে হেনস্তা করা এবং তাঁদের প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য পুরো ভিডিও না দিয়ে খণ্ডিত অংশ ছড়ানো হয়েছে।
এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, এমন কোনো অভিযোগ এখনো কেউ করেননি। অভিযোগ পেলে তদন্তে সত্য প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে