Ajker Patrika

১/১১ মতো কিছু হলে বিএনপি মোকাবিলা করবে: জয়নুল আবদিন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২১: ৩০
সেনবাগে বিএনপির গণজমায়েতে জয়নুল আবদিন ফারুক। ছবি: আজকের পত্রিকা
সেনবাগে বিএনপির গণজমায়েতে জয়নুল আবদিন ফারুক। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সময় মঈন ইউ আহমেদ-ফখরুদ্দিন তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করেছেন।

তাঁরা মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে খালেদা জিয়াকে বাদ দিয়েছেন। যদি এবার তেমন কিছু হয়, তবে বিএনপি নেতা-কর্মীরা তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।’

আজ বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ বাজারে বিপ্লব ও সংহতি দিবসের এক গণজমায়েত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাব। কিন্তু আপনারাও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে গণজমায়েত আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্যাহ আল মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত