Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে চাঁদপুরে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৯
ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে চাঁদপুরে বদলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থার মধ্যেই নাজির পদে কর্মরত মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর দায়রা জজ আদালতে কর্মরত নাজির মো. ছানাউল্যা তালুকদারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জানানো হয়েছে। 

সুপ্রিম কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) রাশেদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুমিনুল ইসলাম ও মো. ছানাউল্যা তালুকদারকে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল ও পদ থেকে পারস্পরিক বদলি করা হয়েছে। 

গত মাসের ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে আদালতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। এদিকে, দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের অচলাবস্থা চলছে। আইনজীবীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ এনে গত ১ জানুয়ারি থেকে আইনজীবীরা এক বিচারকের আদালত বর্জন করে আসছেন। তারপর ৪ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিও পালন করছিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত